রাশিয়ায় শুরু হলো প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট

রাশিয়ায় শুরু হলো প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়ার রাজধানী মস্কোতে গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছে ১১টি দেশ। রাশিয়া ছাড়াও অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ফ্রান্সের প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করছেন।

এই টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়ার বেসামরিক ড্রোন রেস ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানান, এটি রাশিয়ার কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত একটি কর্মসূচির অংশ। ২০২৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় এই কর্মসূচি শুরু হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা নিজেদের সঙ্গে নিয়ে আসা বেসামরিক ড্রোন নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। জয়ী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ৫০ লাখ রুবল, যা আনুমানিক ৬৩ হাজার ডলার বা প্রায় ৭৬ লাখ ৪৮ হাজার টাকার বেশি।

রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইলিয়া গালায়েভ বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে বেসামরিক ইউএভি ড্রোনের আধুনিকতা ও প্রযুক্তিগত উৎকর্ষতা বিশ্বের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি রাশিয়ার বেসামরিক ড্রোন শিল্পের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশজুড়ে বেসামরিক ড্রোন খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ২০২৩ সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ড্রোন তৈরির ও পরিচালনার ওপর বিশেষ কোর্স চালু করা হয়। চলতি বছরের মে মাসে স্কুলের পাঠ্যক্রমেও এই বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ড্রোন প্রযুক্তিকে দেশে আরও প্রসারিত করতে সাহায্য করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ