তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপন

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস পালন করেছে। শুক্রবার (৮ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশে ২০২৪ সালের ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর বীরত্বপূর্ণ ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। এর আগে ৫ আগস্ট তুরস্কে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের নিয়ে আলাদা একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত জিহাদ এরগিনেই। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রদর্শনীতে ‘জুলাই বিপ্লব’-এ ছাত্র-জনতার সাহসী প্রতিবাদ, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের দৃশ্য ফুটিয়ে তোলা পোস্টার ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক স্বাগত বক্তব্যে উপস্থিত কূটনীতিক, বিদেশি অতিথি এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সহানুভূতির প্রতীক। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে লাখো মানুষ অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমতার দাবিতে রাজপথে নেমেছিল। সাহসী প্রজন্ম ফ্যাসিবাদ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছিল।

তিনি বলেন, এই বিপ্লব শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকার অপরাধীদের বিচারের মাধ্যমে গণতন্ত্র ও অর্থনীতির পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনের পটভূমি, প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেন। আঙ্কারায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক প্রতিনিধি ও তাদের সহধর্মিণীরা অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, এ দিবসটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ফ্যাসিস্ট শাসন অবসান ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ