নাটোরে যৌথ অভিযানে অবৈধ দুয়ারি জাল জব্দ

নাটোরে যৌথ অভিযানে অবৈধ দুয়ারি জাল জব্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নাটোরের বাগাতিপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর। শুক্রবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশের একটি দল।

মৎস্য কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার সময় শুধুমাত্র বড় মাছ নয়, বরং শামুক, জলজ পোকামাকড়, পোনা, রেণু ও ছোট প্রজাতির মাছও ধ্বংস হয়। এর ফলে নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য ও প্রজনন ব্যবস্থা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের জাল মৎস্য সংরক্ষণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।

তারা আরও জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বড়াল নদীতে এই অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। প্রশাসন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে এবং উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, এমন অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে পরিবেশ ও জলজ প্রাণীদের স্বাভাবিক প্রজনন ব্যাহত না হয়। স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং অনুরোধ করেছে যেন কেউ এই ধরনের অবৈধ জাল ব্যবহার না করে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ