৯ আগস্ট থেকে আকাশপথে গাজায় ত্রাণ ফেলবে ইতালি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অবরুদ্ধ গাজা উপত্যকার দুর্ভিক্ষপীড়িত জনগণের জন্য বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলতে যাচ্ছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি শুক্রবার (১ আগস্ট) জানিয়েছেন, ইতালির সেনা ও বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই মানবিক মিশন বাস্তবায়ন করবে। মিশনটি শুরু হবে আগামী ৯ আগস্ট।
রোম থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাজানি বলেন, “গাজার বেসামরিক মানুষের জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র বহন ও বিমান থেকে ফেলতে আমরা একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।”
বিমান থেকে ফেলার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে কন্টেইনার। এতে খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। জর্ডানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদে এই কন্টেইনারগুলো ফেলা হবে, যাতে এগুলো সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারে।
জাতিসংঘ-সমর্থিত বিভিন্ন মানবিক সংস্থা গাজায় এক অভূতপূর্ব মানবিক সংকটের আশঙ্কা করছে। তারা জানিয়েছে, অঞ্চলটি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। অবরোধ ও সংঘাতের কারণে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
এদিকে একই দিন স্পেন ঘোষণা করেছে, তারা ব্রিটেন ও ফ্রান্সের সাথে যৌথভাবে গাজায় ১২ টন খাদ্য ত্রাণ বিমান থেকে ফেলেছে। ইউরোপীয় বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র এই দুর্যোগময় সময়ে গাজার জনগণের পাশে দাঁড়াতে বিমান ত্রাণ সরবরাহে সক্রিয় ভূমিকা রাখছে।
মানবিক সহায়তার এই উদ্যোগে ইতালির অংশগ্রহণ আন্তর্জাতিক সহানুভূতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।