মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মালয়েশিয়ার কুয়ানটানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২ আগস্ট) দেশটির পূর্ব উপকূল মহাসড়ক এলপিটি-১ এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) এবং আব্দুল্লাহ (২৪)। দুর্ঘটনায় আহত অপর দুই বাংলাদেশি হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাদেরকে স্থানীয় তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে— দুর্ঘটনার সময় গাড়িটি কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের বাঁ পাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যু ঘটে।
এদিকে কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ সাংবাদিকদের জানান, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দূতাবাসের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রতিনিয়ত প্রবাসে নানা দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি ঘটছে। সংশ্লিষ্টদের মতে, নিরাপদ যানবাহন ব্যবহার ও ড্রাইভিংয়ের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে, নতুবা এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।