রোববার নির্ধারিত হচ্ছে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এ দাম ঘোষণা করা হবে। বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত আগস্ট ২০২৫ মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে বিক্রিত এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত ঘোষণা ওইদিন একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে। এলপিজি আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে সৌদি সিপিকে মূল সূচক হিসেবে বিবেচনা করে বিইআরসি প্রতি মাসের শুরুতেই দাম নির্ধারণ করে থাকে।
এর আগে গত ২ জুলাই সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ভোক্তারা আশা করছেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় এবারও এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমতে পারে।
একইসঙ্গে আগামীকালই নতুন করে নির্ধারণ করা হবে অটোগ্যাসের দাম। বিইআরসি জানিয়েছে, অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণের বিষয়েও ওই প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে মূসকসহ ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।
প্রতিমাসের মতো এবারও নতুন মূল্য নির্ধারণে ভোক্তাদের সুবিধা ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিইআরসি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।