যোগদানের ২৩ দিনের মাথায় শিবচরের ওসিকে প্রত্যাহার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাদারীপুরের শিবচর থানায় মাত্র ২৩ দিন দায়িত্ব পালনের পর ক্লোজড করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে। শুক্রবার (১ আগস্ট) তাকে শিবচর থানা থেকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।
থানা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে দায়িত্ব নেন আজহার আলী। দায়িত্ব নেওয়ার পর থেকে থানার বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে বলে জানা যায়। যদিও প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ক্লোজড করা হয়েছে, তবে পুলিশ বিভাগ সূত্রে দাবি করা হয়েছে—তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।
জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন, “প্রশাসনিক কারণে ওসিকে ক্লোজড করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে বিভাগীয় তদন্ত হবে।”
তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, দ্রুত সময়ে এমন সিদ্ধান্তে থানার অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে কিছুজন বলছেন, পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ ইতিবাচক।
উল্লেখ্য, ক্লোজড হওয়া ওসি আজহার আলী এর আগেও কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছেন। তবে শিবচর থানায় তার দায়িত্বকাল সর্বনিম্ন সময়ের মধ্যে শেষ হলো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।