পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি, পুলিশ সদস্যকে তাৎক্ষণিক বদলী

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি, পুলিশ সদস্যকে তাৎক্ষণিক বদলী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাদারীপুরের কালকিনি থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. সোহেল খানকে ঘুষ দাবি করার অভিযোগে ক্লোজড করা হয়েছে। এক ব্যক্তির কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার আশ্বাসে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করার প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা রোববার (২৭ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ভুক্তভোগী শফিক মুন্সি (ছদ্মনাম) অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলেও দীর্ঘদিন ধরে পাসপোর্ট সংশ্লিষ্ট কাগজপত্রের মিল না থাকায় পাননি কাঙ্ক্ষিত সেবা। তিনি কয়েকবার পুলিশ সুপারের কার্যালয়ে এবং ডাসার থানায় ঘুরেও সঠিক সহায়তা না পেয়ে শেষমেশ কালকিনি থানায় যান। সেখানে তার সঙ্গে যোগাযোগ হয় থানার কম্পিউটার অপারেটর সোহেল খানের। সোহেল খান দাবি করেন, তিনিই ক্লিয়ারেন্স নিশ্চিত করতে পারবেন, তবে এর জন্য দিতে হবে ২৫ হাজার টাকা।

ঘুষের পুরো টাকা না দিলেও ভুক্তভোগী প্রথমে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এরপর ১ জুলাই আবেদনটি অনলাইনে সম্পন্ন করে দেন সোহেল। তিনি প্রতিশ্রুতি দেন ১৫ দিনের মধ্যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করার। নির্ধারিত সময়ের মধ্যেই, ২০ জুলাই, জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ক্লিয়ারেন্স সংগ্রহ করেন ওই ব্যক্তি।

ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে তা পুলিশ প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ লাইন্সে ক্লোজড করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওসি সোহেল রানা জানান, এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতেও থানার কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ