নদীতে গোসল করতে গিয়ে ,নিখোঁজ ৩

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুলজোড় নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ঝাটিবেলাই এলাকায় এ ঘটনায় ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজরা হলো সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রাফিন, কৃষ্ণ ও সারজিদ।
কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল বলেন, শনিবার সকালে সিরাজগঞ্জ শহর থেকে ৫ স্কুল শিক্ষার্থী তাদের বন্ধু ঝাটিবেলাই গ্রামের জারিফ তালুকদারের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ৬ বন্ধু মিলে বাড়ির পাশে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। ওই সময় তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন গভীর পানিতে তলিয়ে যায়।
নদীতে উদ্ধার অভিযান এখনো চলমান। রাজশাহীর অভিজ্ঞ ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।