আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার ‘পদত্যাগ’

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আল্লাহর আইন ও হুকুম মানার প্রত্যয়ে রাজশাহীতে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনের এক স্থানীয় নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান, যদিও পরবর্তীতে সেটি মুছে ফেলেন। তবু গণমাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী নেতা মো. সাকিব হাসান জয় কাটাখালি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ইন্টারমিডিয়েট স্তরে পড়াশোনা করছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি মো. সাকিব হাসান (জয়), কাটাখালি পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আজ থেকে আমি ছাত্রদলের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”
পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “যেখানে আল্লাহর বিধান নেই, সেখানে কোনো মু’মিন মুসলমানের জায়গা নেই। আমার রাজনীতি ইসলামের জন্য, আমার অবস্থান সত্য ও ন্যায়ের পক্ষে। ইসলামবিরোধী কোনো পথে আমি থাকতে পারি না।”
স্ট্যাটাসটি মুছে ফেললেও জয় পরে গণমাধ্যমে বলেন, “বর্তমান পরিস্থিতি আপনারাও জানেন। ছাত্রদল ও বিএনপির অনেক কাজ দেখে একজন মুসলমান হিসেবে খুব কষ্ট পাই। তারা যেমন মুসলমান, আমরাও তাই। কিন্তু যেভাবে মানুষকে আক্রমণ করা হয়, তা মেনে নেওয়া যায় না। আমি সত্যিই পদত্যাগ করেছি, এটা নিয়ে কোনো সংশয় নেই।”
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম বলেন, “জয় আমাদের কর্মসূচিগুলোতে উপস্থিত থাকত। তবে তার পদত্যাগের বিষয়ে আমি অবগত নই। এটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কে কোন দলে থাকবে, সেটি তার নিজস্ব ব্যাপার। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে কাজ চালিয়ে যাচ্ছি।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।