গাজায় ত্রাণকেন্দ্রে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজার দক্ষিণাঞ্চলের ত্রাণ বিতরণকেন্দ্র গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) এ ত্রান নিতে গিয়ে ভিড়ে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত ত্রাণকেন্দ্রটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আলজাজিরা’র বরাতে জানা যায়, জিএইচএফ জানিয়েছে, ত্রাণ বিতরণকেন্দ্রে ১৯ জন পদদলিত হয়ে এবং একজন ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। সংস্থাটি এই ঘটনার জন্য হামাসকে দায়ী করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছে।
তবে গাজার মিডিয়া অফিস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জিএইচএফ তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
খান ইউনিসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২১টি মরদেহ পেয়েছে। নিহতরা কাঁদানে গ্যাসে দমবন্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা গেছেন।
গাজার মিডিয়া অফিস থেকে আরো জানা যায়, ত্রাণকেন্দ্রের সরু পথের গেট বন্ধ করে জিএইচএফের নিরাপত্তা রক্ষীরা এমন পরিস্থিতি তৈরি করে। এরপর আটকে পড়া এসব মানুষের মধ্যে কাঁদানে গ্যাস ও সরাসরি গুলি ছোড়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নাসের হাসপাতালে একটি মালবাহী গাড়িতে করে ছয় বালকের মরদেহ আনা হয়েছে। তারা ত্রাণ বিতরণকেন্দ্রের বেড়ার কাছে ছিল এবং অন্য মানুষের চাপে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "তারা হলো শিশু। ত্রাণের জন্য মারা গেলো, তাদের দোষ কী? ত্রাণ বিতরণকেন্দ্রের প্রবেশদ্বারে কী হয়েছে? বিদেশিরা (ত্রাণ বিতরণকেন্দ্রের) এখানে সেখানে বেড়া তৈরি করেছে। এই বালকেরা সামনে গিয়েছিল। এরপর মানুষ এসে তাদের চাপা দেয়।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।