এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। তবে অনেক শিক্ষার্থীর ফল প্রত্যাশিত না-ও হতে পারে। যাদের ফলাফল নিয়ে সন্দেহ বা অসন্তুষ্টি রয়েছে, তারা চাইলে নির্ধারিত নিয়ম মেনে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
১১ জুলাই থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত
যেভাবে আবেদন করবেন:
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিচের ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফরম্যাট:
RSC <স্পেস> বোর্ডের সংক্ষিপ্ত নাম <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ:
RSC DHA 123456 101
যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চান, বিষয় কোড কমা দিয়ে আলাদা করতে হবে।
যেমন: RSC DHA 123456 101,107
আবেদন ফি:
প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা
বিস্তারিত তথ্য:
টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত সব তথ্য।
মনে রাখবেন, পুনঃনিরীক্ষণের ফলে নম্বর কমতেও বা আগের মতোই থাকতে পারে। তাই আবেদনের আগে বিষয়টি ভালোভাবে ভেবে নিন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।