ভুয়া মেজর সেজে চাঁদাবাজি, হাতীবান্ধায় দুই প্রতারক আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সেনা কর্মকর্তার ছদ্মবেশে চাঁদাবাজির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বাসিন্দা রফিকুল ইসলাম তার জমি উদ্ধারে সাহায্য নিতে যোগাযোগ করেন ওই দুইজনের সঙ্গে। নিজেদের ‘সেনাবাহিনীর মেজর’ পরিচয় দিয়ে তারা রফিকুলের কাছ থেকে আগাম ২০ হাজার টাকা নেন এবং পরে আরও ৩০ হাজার টাকা দাবি করেন।
পরিকল্পনা অনুযায়ী টাকা নিতে মঙ্গলবার রফিকুলের বাড়িতে গেলে স্থানীয় এক সাবেক সেনা কর্মকর্তার সন্দেহে তাদের পরিচয় যাচাই করা হয়। একপর্যায়ে ভুয়া পরিচয়ের বিষয়টি ফাঁস হলে স্থানীয়রা দুই প্রতারককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।