ঢাকায় ভারী বৃষ্টি, মেঘলা আকাশে কাটছে দিন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ‘ভারী বৃষ্টি’ হিসেবে চিহ্নিত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এমন বৈরী অবস্থায় সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।