ফাঁস হওয়া কল রেকর্ডে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোন কল রেকর্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর বিষয়ে দেওয়া একটি নির্দেশনামূলক ফোনালাপের সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি আই।
বিবিসির অনুসন্ধান অনুযায়ী, এই ফোন কলে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনে দেশের শীর্ষ এক নেত্রী নিরাপত্তা বাহিনীকে ‘প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার এবং ‘আন্দোলনকারীদের দেখামাত্র গুলি’ করার নির্দেশ দেন বলে জানা যায়।
ফাঁস হওয়া অডিওটি পরীক্ষা করে বিবিসি জানিয়েছে, এতে কোনো এডিটিং বা কৃত্রিম হস্তক্ষেপের প্রমাণ মেলেনি। ব্রিটেনভিত্তিক অডিও বিশ্লেষণ প্রতিষ্ঠান ইয়ারশট-এর প্রযুক্তিগত বিশ্লেষণেও এই অডিওর স্বর, ছন্দ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, এবং বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সির সাথে বাস্তবতার মিল পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও অডিওটির কণ্ঠস্বর দেশটির শীর্ষ নেতার কণ্ঠস্বরের সাথে মিল পেয়েছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।
ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরামর্শক হিসেবে কাজ করছেন, বলেছেন, “এই রেকর্ডিংগুলো স্পষ্ট, নির্ভরযোগ্য এবং অন্য প্রমাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এগুলো সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।”
অন্যদিকে, বিক্ষোভ দমন ও সহিংসতায় অভিযুক্ত হয়ে ইতিমধ্যেই সাবেক সরকার ও পুলিশ বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মোট ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৭৩ জন বর্তমানে আটক রয়েছেন।