মামলার প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন চালকের

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বরগুনায় ট্রাফিক পুলিশের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন নজরুল ইসলাম নামের এক চালক। রোববার (৬ জুলাই) দুপুরে বরগুনা মাছবাজার এলাকার ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম শহরের চরকলোনি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেলচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, জিরো পয়েন্ট থেকে মাছবাজার এলাকায় যাওয়ার পথে ট্রাফিক সার্জেন্ট শাহাবুদ্দিন তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। নজরুল জানান, তার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত এবং কাগজপত্র বাসায়। তিনি দ্রুত তা নিয়ে এসে দেখান।
তবে হেলমেট না থাকায় পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। এতে ক্ষোভে ফেটে পড়ে নজরুল মোটরসাইকেলের তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান।
অগ্নিদগ্ধ বাইকটি থানায় নিয়ে যাওয়া হয় এবং নজরুলকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বক্তব্য শোনেন এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
নজরুল ইসলাম বলেন, "আমার স্ত্রী ডেঙ্গুতে ভুগছে, তাই দ্রুত বাসায় ফিরছিলাম। মামলা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এমন কাজ করেছি।"
এ বিষয়ে ট্রাফিক পুলিশ জানায়, কাগজের নয়, শুধুমাত্র হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছিল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।