আবু সাঈদের কবর আমাদের শোকের সমাপ্তি, দ্রোহের শক্তি : আখতার হোসেন

আবু সাঈদের কবর আমাদের শোকের সমাপ্তি, দ্রোহের শক্তি : আখতার হোসেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে, আবার সেখান থেকেই আমরা পাই দ্রোহের শক্তি, পাই নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এনসিপির নেতাকর্মীদের নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এই কথা বলেন।

আখতার হোসেন বলেন, “গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যৌক্তিক দাবিতে রাস্তায় দাঁড়িয়েছিল আবু সাঈদ। সে ছিল নিরস্ত্র, কিন্তু তার কণ্ঠ ছিল প্রতিবাদে পরিপূর্ণ। স্বৈরাচারী শাসকের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। সেই গুলিতে থেমে যায় তার হৃদস্পন্দন, কিন্তু থেমে যায়নি আমাদের লড়াই।

তিনি আরও বলেন, “আজ আমরা এসেছি সেই শহীদের কবরের পাশে। আমরা কবর জিয়ারত করেছি, মাথা নত করেছি শ্রদ্ধায়। কিন্তু এখান থেকেই আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। কারণ আবু সাঈদের কবর আমাদের মনে করিয়ে দেয়—এ দেশ এখনও নতুন বন্দোবস্তের অপেক্ষায় আছে। মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশ সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার পথ খুঁজে পাবে না।

তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “শহীদ আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে আমরা শপথ করছি—যতদিন না দেশে বৈষম্যহীন নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত এনসিপির নেতৃত্বে ছাত্র-জনতার এই সংগ্রাম থামবে না। বাংলাদেশ একদিন নতুন করে গড়ে উঠবে। এই শপথ আমরা আজ আবার গ্রহণ করছি।

এই কর্মসূচিতে রংপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা অংশ নেন এবং শহীদের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।


সম্পর্কিত নিউজ