ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা!

ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব ফেলছে। শুক্রবার তীব্র সংঘাতের খবর ছড়িয়ে পড়ার পরেই অপরিশোধিত তেলের দাম একলাফে ৭ শতাংশ বেড়ে গেছে। সোমবার সকাল নাগাদ তেলের দাম আরও দেড় শতাংশ বৃদ্ধি পেলেও পরে তা কিছুটা স্থিতিশীল হয়। বর্তমানে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৫ ডলারে নেমেছে।

বিশ্লেষকরা বলছেন, মূল উদ্বেগ এখন হরমুজ প্রণালী নিয়ে, যা ইরান ও ওমানের মাঝে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল সরবরাহ এই পথেই হয়ে থাকে। ইরানের এক আইনপ্রণেতার বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই প্রণালী বন্ধের বিষয়টি "অত্যন্ত গুরুত্বের সঙ্গে" বিবেচনা করা হচ্ছে।

ইতোমধ্যে বিশ্বের জ্বালানিবাজারে আশঙ্কা দেখা দিয়েছে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম কমপক্ষে ২০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদিও সৌদি আরবসহ কিছু তেল উৎপাদক দেশ তাদের উৎপাদন বাড়াতে সক্ষম, তথাপি বাজারে মজুদের তুলনায় উৎপাদন ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

এই মুহূর্তে সংঘাত থামার কোনও আশাব্যঞ্জক ইঙ্গিত দেখা যাচ্ছে না। এদিকে ইরান জানিয়েছে, যতক্ষণ ইসরায়েলের হামলা চলবে, ততক্ষণ তারা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় বসবে না। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ