ইরানে ইসরায়েলি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র হচ্ছে !

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানী তেহরান ও আশপাশের এলাকা আবারও ইসরায়েলি হামলার মুখে পড়েছে ইরান। ইসরায়েলি লক্ষ্যবস্তু আরও বিস্তৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ হামলায় ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর এবং উত্তর-পূর্বের মাশহাদে একটি জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এটিকে তাদের এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘপাল্লার হামলা বলে বর্ণনা করেছে।
রবিবারের হামলায় নিহতদের মধ্যে ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মুহাম্মদ কাজমি। প্রেসিডেন্ট বলেছেন, এই হামলার পাল্টা জবাব আরও কঠোর হবে। তিনি আরও বলেন, ইসরায়েল মার্কিন অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি বলেন, এই হামলার পেছনে আমেরিকার প্রত্যক্ষ সমর্থন রয়েছে।
ইরানের প্রতিশোধমূলক অবস্থানের প্রতি দেশটির অনেক নাগরিকই সমর্থন জানিয়েছেন। এক নাগরিক বলেন, “পশ্চিমারা আমাদের সন্ত্রাসী বলত, এখন আমেরিকা ও ব্রিটেনকেও আমাদের ভয় পাওয়া উচিত।”
উত্তেজনার কারণে তেহরান ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা, যার ফলে শহরের মূল সড়কজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তেলের সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে পেট্রোল পাম্পেও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
ইরান সরকার ঘোষণা দিয়েছে, জরুরি প্রয়োজনে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে মেট্রো স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। তবে অনেকেই বলছেন, কার্যকর আশ্রয় কেন্দ্রের অভাবে জনগণ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারা কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।