সৌদি আরবে হজ পালনের সময় এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালনের সময় এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন এবং পবিত্র আরাফার ময়দানে মারা গেছেন ১ জন হাজি।

সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা নামের এক হাজি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মক্কায় মৃত্যুবরণ করেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার মুসল্লি হজ পালনে সৌদি আরব গেছেন। সেখানে অতিরিক্ত গরম, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় মৃত্যুর ঝুঁকি থাকে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

হজ পালনকারী বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে ধর্ম মন্ত্রণালয় হজ পোর্টালের মাধ্যমে নিয়মিত তথ্য হালনাগাদ করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ