স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা, সাভারে পুলিশ উদ্ধার করলো ঝুলন্ত মরদেহ

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা, সাভারে পুলিশ উদ্ধার করলো ঝুলন্ত মরদেহ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জুন) ভোররাতে সাভার মডেল থানা পুলিশ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। নিহত খলিলুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্বজনদের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী খুশবু রহমান সোমবার বাবার বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো এক সময় খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেন। কলের সময়ই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ঘটনাটি স্ত্রীর মাধ্যমে জানা যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, “পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ