‘ড. ইউনূস ও কিছু শিক্ষার্থী ছাড়া সবাই নির্বাচন চায় : রুমিন ফারহানা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের মানুষ, প্রশাসন, রাজনৈতিক দল, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ও একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়-শুধু সরকারই চায় না। তার মতে, ড. মুহাম্মদ ইউনূস এবং তার কিছু ‘পোষা শিক্ষার্থী’ ছাড়া সবাই নির্বাচনের পক্ষে।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। নির্বাচিত সরকার যতই দুর্বল হোক, তা অনির্বাচিত শাসনের চেয়ে ভালো।”
তিনি আরও বলেন, “ওয়ান-ইলেভেনের সময় যেমন রাজনীতিবিদদের সম্মানহানি করা হয়েছিল, এখনো একইভাবে রাজনৈতিক নেতাদের হেয় করার চেষ্টা চলছে।”
আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “নুরুল হক নুর রাজপথে মার খেয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে সরকারের মুখোমুখি হয়েছি, সাকি ভাই রাজপথে আন্দোলন করেছেন। অথচ এখন তাদেরই কেউ কেউ ভারতের দালাল কিংবা ‘র’-এর এজেন্ট বলে অপবাদ দিচ্ছে।”
বর্তমানে দেশে বিনিয়োগের পরিমাণ হ্রাস পেয়েছে উল্লেখ করে রুমিন বলেন, “সরকার চমকপ্রদ প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তবতা আড়াল করতে চাইছে। তবে প্রথম আলোর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বিনিয়োগ কমেছে ২৬ শতাংশ।”
তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনহীনতা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। জনগণের আস্থা ফেরাতে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এখনই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন জরুরি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।