আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় আটক

আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। সাবেক এই এমপি ও মন্ত্রীদের মধ্যে রয়েছেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জন।

১৪ মে, ২০২৫ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আবেদন মঞ্জুর করেন। বিচারকের কাছে তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং পরে তিনি তা মঞ্জুর করেন ও গ্রেফতারের পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন—সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজি মনিরুল ইসলাম মনু। এসব মামলাগুলোর মধ্যে তিন মামলায় আনিসুল হককে, তিন মামলায় মনিরুল ইসলাম মনুকে, আমির হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খানকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ পলককে দুই মামলায় ও শাজাহান খানকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসকল মামলাই জুলাইকে ঘিরে করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা চেষ্টার ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ