আ.লীগ নিষিদ্ধ না হলে আবারও যমুনা অভিমুখে—লাই ঐক্যের মুখপাত্রের হুঁশিয়ারি

আ.লীগ নিষিদ্ধ না হলে আবারও যমুনা অভিমুখে—লাই ঐক্যের মুখপাত্রের হুঁশিয়ারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শনিবার (১০ মে) রাত ১০টার দিকে স্পষ্ট ও কঠোর ভাষায় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেন 'লাই ঐক্য'র মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, "আমাদের আন্দোলন চলবেই। আজকের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আমরা আবারও যমুনার পথে যেতে বাধ্য হব।"

তিনি জানান, আপাতত উপদেষ্টাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে ঐক্য। তবে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, "আমাদের কাছে খবর এসেছে, একটি গোষ্ঠী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঠেকাতে পর্দার আড়ালে সক্রিয়। যদি এমনটা সত্য হয়, তাহলে আমাদের অবস্থান সেই গোষ্ঠীর বিরুদ্ধেও কঠোর হবে।"

এর আগে, বিকেল ৩টা থেকে শাহবাগে শুরু হয় লাই ঐক্যের গণজমায়েত। রাত ৯টার দিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অবস্থান, আন্দোলনকারীরা জড়ো হন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। জানা গেছে, সেখান থেকেই তারা যমুনা অভিমুখে মার্চ করার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, পুরো ঘটনাক্রম ঘিরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা দৃষ্টি রাখছেন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে।

রাজপথে উত্তেজনার পারদ চড়ছে—আন্দোলন ঘিরে রাজধানীতে বাড়ছে রাজনৈতিক চাপ।


সম্পর্কিত নিউজ