দুই দিনে ৭৭টি ভারতীয় ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের

দুই দিনে ৭৭টি ভারতীয় ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দুই দিনের ব্যবধানে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম সামা টিভি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ড্রোন নামিয়ে ফেলে, আর এর পরবর্তী সময়ে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়। সবগুলো ড্রোনই ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি 'হারোপ' মডেলের বলে দাবি করেছে ইসলামাবাদ।

ড্রোনগুলো লাইন অব কন্ট্রোল (এলওসি) সংলগ্ন এলাকায় উড়ছিল এবং সামরিক স্থাপনা ও বেসামরিক জনগণকে লক্ষ্য করে নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ করেছে পাকিস্তান।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, "প্রতিটি ড্রোন আমাদের রাডারে ধরা পড়ছে। আমাদের আকাশসীমায় ঢুকলেই আমরা তা শনাক্ত করতে পারি। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে, ক্ষুদ্র আকৃতির ড্রোনও ট্র্যাক ও ধ্বংস করা সম্ভব।"

তিনি আরও বলেন, "বেসামরিক এলাকার আশপাশে এবং বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের সময় ড্রোন গুলি করে নামানোর জন্য আমরা একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্রোটোকল অনুসরণ করি।"

ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ