পুরুষের দায়িত্বহীনতা বনাম নারীর উগ্র আত্মপ্রকাশ: সমাজে ভারসাম্য হারাচ্ছে সম্পর্কের কাঠামো

পুরুষের দায়িত্বহীনতা বনাম নারীর উগ্র আত্মপ্রকাশ: সমাজে ভারসাম্য হারাচ্ছে সম্পর্কের কাঠামো
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক সমাজেই পরিবার ও লিঙ্গভিত্তিক সম্পর্কের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পুরুষের একাংশ যেখানে পরিবারে বা সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতায় ভুগছেন, সেখানে নারীদের একটি অংশ তাদের অধিকার ও অবস্থান প্রতিষ্ঠায় হয়ে উঠছেন দৃঢ়, অনেক সময় তা সংঘর্ষময় হয়ে উঠছে। এই পরিবর্তন সমাজে ভারসাম্য রক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

গবেষণার ফলাফল

BRAC Institute of Governance and Development (BIGD) এর ২০২৩ সালের এক গবেষণায় বলা হয়, "নারীরা এখন সংসারে সিদ্ধান্ত গ্রহণে বেশি ভূমিকা নিচ্ছেন, কিন্তু পুরুষরা মানসিকভাবে পিছিয়ে পড়ছেন।"

Bangladesh Bureau of Statistics (BBS) অনুযায়ী, ২০২৩ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৬%, যা ২০০০ সালে ছিল ২৩%। এই প্রবৃদ্ধি সামাজিক কাঠামোয় নারীর ভূমিকা শক্তিশালী করলেও, পুরুষদের একাংশ এতে নিজেদের ভূমিকা প্রশ্নবিদ্ধ মনে করছেন।

UNDP Bangladesh ২০২২  সালের Human Development Report এ উল্লেখ করে, "Traditional male roles are under pressure due to rapid social changes, leading to emotional withdrawal and increased domestic conflict."

বিশ্লেষক মতামত

ড. নীলুফার এস খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক বলেন, "আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কাজ করেছি, কিন্তু পুরুষদের মানসিক প্রস্তুতি এবং ভূমিকা পরিবর্তনের আলোচনা প্রায় অনুপস্থিত। এ কারণেই ভারসাম্য আসছে না।"

BRAC-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমতিয়াজ আহমেদ বলেন, "সমাজের কাঠামোতে পরিবর্তন স্বাভাবিক, কিন্তু একপক্ষ এগোলে আরেক পক্ষকে না টেনে নিলে সংঘাত হবেই।"

পারিবারিক প্রভাব

বিবাহ বিচ্ছেদের হার গত এক দশকে বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য মতে, ২০১২ সালে যেখানে তালাকের সংখ্যা ছিল ৩,২০০, ২০২৩ সালে তা দাঁড়িয়েছে প্রায় ৫,৪০০-এ।

সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা Shuchona Foundation জানায়, একক অভিভাবকত্বে বেড়ে ওঠা শিশুদের মধ্যে বিচ্ছিন্নতা ও আচরণগত সমস্যা বাড়ছে।

করণীয়

বিশেষজ্ঞরা বলেন, পরিবারে উভয় লিঙ্গের জন্য দায়িত্ব ভাগাভাগি নিশ্চিত করতে হবে পুরুষদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক ভূমিকা নিয়ে জাতীয়ভাবে আলোচনা জরুরি নারীর ক্ষমতায়নকে সহযোগী সংস্কৃতিতে রূপ দিতে হবে, যেন এটি প্রতিযোগিতায় না গিয়ে সহযাত্রায় পরিণত হয়


সম্পর্কিত নিউজ