তারেক রহমানের সংযমের আহ্বান: ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে শান্তির বার্তা

তারেক রহমানের সংযমের আহ্বান: ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে শান্তির বার্তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ। এমন টালমাটাল পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার, ৭ মে—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, "পার্শ্ববর্তী অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা গভীর উদ্বেগের বিষয়। আমরা সামরিক হামলার বিরুদ্ধে অবস্থান নেই এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। পাশাপাশি, আমরা চাই, দ্বিপক্ষীয় স্বার্থ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাধানে এগিয়ে যাক দুই দেশ।"

প্রসঙ্গত, কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে গতরাতে পাকিস্তানের অভ্যন্তরে জোরালো সামরিক অভিযান চালায় ভারত। এতে এখন পর্যন্ত পাকিস্তানে ২৬ জনের মৃত্যু ও ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলা চালায় ভারতশাসিত কাশ্মিরে—যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন আরও ৩২ জন। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এমন সঙ্কটময় সময়ে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি নেতা।


সম্পর্কিত নিউজ