মানুষের মস্তিষ্ক—আশ্চর্য তথ্য আর নতুন আবিষ্কারে নড়েচড়ে বসেছে বিজ্ঞানীরা!

মানুষের মস্তিষ্ক—আশ্চর্য তথ্য আর নতুন আবিষ্কারে নড়েচড়ে বসেছে বিজ্ঞানীরা!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজকের দিনে মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা যেন নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় নিউরোসায়েন্টিস্টরা বলছেন, "মস্তিষ্ক যতটা জটিল ভাবা হতো, বাস্তবে তা আরও বেশি।"

চলুন জেনে নিই মস্তিষ্ক নিয়ে কিছু আশ্চর্য, কিন্তু একেবারে বাস্তব তথ্য যা নতুন করে ভাবতে বাধ্য করবে আপনাকে—

১. মস্তিষ্ক ঘুমের সময় আরও বেশি সক্রিয় হয়!অনেকেই ভাবেন, ঘুম মানেই 'shutdown mode'—কিন্তু মস্তিষ্ক ঠিক তখনই মেমোরি সেভিং, ইমোশন প্রসেসিং, এমনকি সমস্যা সমাধানের কাজ করে। REM ঘুমের সময় তো আমাদের সৃজনশীলতাও বাড়ে।

২. বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আপনার মাথা!একজন জাগ্রত মানুষের মস্তিষ্ক প্রায় ২০ ওয়াট বিদ্যুৎ তৈরি করে—যা একটি ছোট LED বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট!

৩. মানব মস্তিষ্কে রয়েছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরনপ্রতিটি নিউরন আবার ১০,০০০-এরও বেশি সংযোগ তৈরি করতে পারে। সহজ হিসেবেই বোঝা যায়, একেকটা মস্তিষ্ক যেন একটা গ্যালাক্সি!

৪. আপনার মস্তিষ্ক প্রতিবার স্মৃতি মনে করার সময় সেটা নতুনভাবে 'এডিট' করে!স্মৃতিগুলো কখনোই হুবহু সংরক্ষিত থাকে না। আপনি যতবার মনে করেন, ততবার সামান্য পরিবর্তন হয়। তাই স্মৃতি মানেই সম্পূর্ণ সত্য—এ ধারণা ভুল।

৫. মস্তিষ্ক নিজেই নিজেকে 'হিল' করতে পারেনতুন গবেষণায় দেখা গেছে, স্ট্রোক বা আঘাতের পরও নির্দিষ্ট কিছু নিউরাল নেটওয়ার্ক ধীরে ধীরে বিকল্প পথ তৈরি করে ফেলে। এটিই 'নিউরোপ্লাস্টিসিটি'।


নতুন আবিষ্কার- মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ আর কল্পনা নয়সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সফলভাবে একজন পক্ষাঘাতগ্রস্ত রোগীর মস্তিষ্ক থেকে সরাসরি কম্পিউটারে সিগনাল নিয়ে টাইপ করিয়েছে ৬৮ শব্দ প্রতি মিনিটে! এটিকে বলা হচ্ছে "Brain-Computer Interface (BCI)"—যার ভবিষ্যৎ প্রয়োগ অপরিসীম।


মস্তিষ্ক যেন এক মহাজাগতিক কম্পিউটার—নতুন যুগে তা শুধু ভাবনাতেই নয়, বাস্তব প্রযুক্তিতে ঢুকে পড়েছে। বিজ্ঞানীরা বলেন, "আমরা এখনও মানব মস্তিষ্কের মাত্র ১০-১৫% ক্ষমতা ভালোভাবে বুঝেছি। বাকি ৮৫% নিয়ে ভবিষ্যৎ এখনও অপেক্ষমাণ।"


সম্পর্কিত নিউজ